১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

একটু মনে হয় শিখতে পেরেছি : লিটন

-

তিন ফরম্যাটেই জাতীয় দলের জার্সি গায়ে দেখা যায় লিটন দাসকে। বর্তমান সময়ে দলের অন্যতম সেরা পারফরমার হিসেবে বিবেচনা করা হয় তাকে। তবে তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটের যে উচ্চাশা রয়েছে সেটি পূরণ করতে ব্যার্থ হয়েছেন লিটন। তবে নিজের খেলাটাকে আগের চেয়ে ভালো বোঝেন বলেই দাবি তার। জাতীয় দলের অনুশীলনের পর ঈদের ছুটিতে যাওয়ার আগে জানালেন, খেলাটা মনে হয় একটু বুঝতে শিখেছি। একটু মনে হয় শিখতে পেরেছি।
সাদা বলের ক্রিকেটে ইনিংস উদ্বোধনে তামিম ইকবালের নিয়মিত সঙ্গী এখন লিটনই। তার কথায়, ‘নিজের খেলা এখন আগের চেয়ে অনেক ভালো বুঝি। নিয়মিত অনুশীলন করছি। যেহেতু সাদা বলের ক্রিকেটে ওপেন করি, এই জন্য আমার জন্য নতুন বলটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম ১০ ওভার যদি আমি খেলে দিতে পারি; তারপর আমার জন্য খুব সহজ হয়ে যায়।’
নিজের উন্নতির জায়গাটাও বুঝতে পেরেছেন লিটন। নতুন বলে চলছে উন্নতির চেষ্টা। লম্বা শট খেলার ইচ্ছের কথাও জানান লিটন। এ নিয়ে কাজ করছেন জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুকের সাথে। লিটন বলেন, ‘আমি বড় ইনিংস খেলতে পারি সেটি জিম্বাবুয়ের সাথে ফিল করেছি। এটা অনেক আত্মবিশ্বাস তৈরি করে দেয়।
প্রতিদিন অনুশীলনে একটা জিনিসই থাকে, আমাকে নতুন বল মোকাবেলা করতে হবে। সেটিই আমি নিয়মিত করছি।’
তিনি যোগ করেন, ‘আমি যদি ১০ ওভার সফল হতে পারি তাহলে ১৫-৪০ ওভার পর্যন্ত সহজ হবে। আমার কতটুকু সামর্থ্য আছে তা আমি জানি। এটা নিয়েই কাজ করছি। লাস্ট দুই দিন লং হিটের পরিকল্পনা করে রায়ান কুকের সাথে কাজ করেছি।’


আরো সংবাদ



premium cement