২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চবি রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের ঈদ উপহার বিতরণ

-

রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গতকাল চট্টগ্রাম শহরের ষোলশহর রেলস্টেশন সংলগ্ন বস্তি ও পাঁচলাইশ থানা এলাকায় গরিব, ছিন্নমূল ও অসহায় অর্ধশতাধিক মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাসান বাবলু, অর্থসম্পাদক মেহেরাজ হোসেন প্রমুখ।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, ঈদের খুশি ছড়িয়ে দিতে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের পাশে বিত্তবানদের দাঁড়াতে হবে। সমাজের সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে পারলে প্রকৃত পরিতৃপ্তি পাওয়া যায়। পাশাপাশি নতুন করে দরিদ্র হওয়া নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য গোপনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে যাতে তাদের আত্মসম্মানে আঘাত না আসে এবং তাদের উপকার হয়। করোনা মহামারীর দুঃসময়ে দরিদ্র্য, অসহায়, নিম্নমধ্যবিত্ত জনগোষ্ঠীর সাহায্যার্থে এগিয়ে আসতে নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement