২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

যশোরে ফিতরা বিতরণে ব্যতিক্রমী উদ্যোগ

-

ঈদুল ফিতরের আগে সাদকায়ে ফিতর আদায়ে সম্মিলিত উদ্যোগের এক অনন্য নজির স্থাপন করেছে যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের মসজিদ কমিটি। দোগাছিয়া আহসান নগর বাজার জামে মসজিদ ও গ্রামের যুব কমিটি শবেকদরের দিনই ফিতরা বিতরণ শেষ করেছে।
মসজিদের ইমাম আবদুল ওয়াদুদ জানান, মসজিদ মহল্লার অধীন অতি দরিদ্র লোকদের তালিকা করে ফিতরা দাতাদের কাছ থেকে অর্থ নিয়ে তা বিতরণ করা হয়েছে। যারা ‘প্রকৃত হকদার’ তাদের বাড়ি গিয়ে কমিটির সদস্যরা অর্থ পৌঁছে দিয়েছেন। এর ফলে গরিব যেসব মানুষ প্রতি বছর ফিতরার কিছু টাকার জন্য বাড়ি বাড়ি যেতেন তাদেরকে আর হাত পাততে হবে না।
তিনি জানান, মসজিদের মুসল্লিদের জানিয়ে দেয়া হয় তারা যেন ফিতরার টাকা কমিটির সদস্যদের কাছে গিয়ে দেন। পরে সে টাকা সংগৃহীত হলে যুব কমিটির সদস্যরা যথাযথ হকদারদের কাছে তা পৌঁছে দেন। পরিমাণ যাই হোক টাকা পেয়ে ভীষণ খুশি ফিতরা গ্রহীতারা। যুব কমিটির নেতা কাজী নিয়ামত আলী, আইউব হোসেন, আজিজুল ইসলাম, আমজাদ গাজী, ইকবাল হোসেন বাবলু, হেদায়েত উল্লাহ খান, কাজী বশির উদ্দিন, আল আমীন, শিমুল হোসেন, শাকের আলী, নুরুজ্জামান, রাকিব হোসেন, সোহাগ মিলন প্রমুখ এ কাজে অংশ নেন।


আরো সংবাদ



premium cement