১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`
টঙ্গীতে শ্রমিকদের ওপর পুলিশের গুলির নিন্দা

ঈদে প্রাপ্য ছুটি দিতে হবে : গার্মেন্ট শ্রমিক সংহতি

-

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এবং সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু এক বিবৃতিতে গাজীপুরের টঙ্গীতে নিশাতনগর মেইলগেট এলাকায় সিসিএল পোশাক খারখানার শ্রমিকদের ওপর পুলিশের গুলি করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং নিন্দা জানান। একই সাথে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের বিক্ষোভ দমন করতে প্রায়ই পুলিশের অতিরিক্ত বাড়াবাড়ি দেখা যাচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিসিএল কারখানার শ্রমিকদের ওপর কারা শটগানের গুলি নিক্ষেপ করে শ্রমিকদের আহত করেছে তা অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ। একই সাথে পোশাক খাতের সব কারখানায় শ্রমিকদের প্রাপ্য ছুটি প্রদান করার আহ্বান জানান বিজিএমইএ ও বিকেএমইএ’র প্রতি। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement