২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সরকারের সিদ্ধান্ত অত্যন্ত অমানবিক : খন্দকার মাহবুব হোসেন

-

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনবিদ খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার কোথাও লেখা নেই আসামি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবে না। বরং এমন ক্ষমতা দেয়া হয়েছে যে, সরকার ইচ্ছা করলে নির্বাহী আদেশে যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করতে পারে। শর্তহীনভাবে বা শর্ত দিয়ে যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দিতে পারে। এক্ষেত্রে সরকার যদি শর্ত দিত যে তিনি বিদেশে যাবেন এবং চিকিৎসা শেষে দেশে চলে আসতে হবে। এ ছাড়া আইনে এমন কোনো বিধান নেই যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না।
গতকাল রোববার গণমাধ্যমে দেয়া এক ভার্চুয়াল ব্রিফিংয়ে প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ মন্তব্য করেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, এক্ষেত্রে সুপ্রিম কোর্টে ডিসিশন আছে। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিদেশে যেতে পারেন। অতীতে সাত বছরের সাজাপ্রাপ্ত রহমত সাহেবকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। তিনি বলেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত অমানবিক। সরকারকে এই দায়ভার নেয়া উচিত হবে না। কেননা যদি কোনো অঘটন ঘটে তা হলে সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে।
খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, সরকারকে মনে রাখতে হবে, আইনকে শুধু কঠোর না, মানবিকভাবেও ব্যাখ্যা করতে হবে। ফৌজদারি কার্যবিধি বা দণ্ডবিধিতে বিশেষ কোনো কারণ নেই যে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দেয়াটা সম্পূর্ণ অমানবিক। আমি আবারো বলছি, এর দায় দায়িত্ব সরকারের গ্রহণ করা ঠিক হবে না। যদি চিকিৎসার অভাবে কোনো অঘটন ঘটে তার সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। জনগণের কাছে জবাবদিহি করতে হবে।


আরো সংবাদ



premium cement