২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার প্রতিবাদ বিভিন্ন সংগঠনের

-

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রেস্টুরেন্ট নির্মাণের জন্য গাছ কাটার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। তারা অবিলম্বে রেস্টুরেন্ট নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন।
জাসদ : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং মুক্তিযুদ্ধে পরাজিত বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানকে জাতীয় ইতিহাসের গৌরবের স্মারক চিহ্ন হিসেবে সংরক্ষণের জন্য সরকার গৃহীত ‘স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প’ এর মূল পরিকল্পনার পরিবর্তন করে ৭টি রেস্টুরেন্ট স্থাপনের নতুন পরিকল্পনা অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছেন।
‘পরিবেশ বীক্ষণ’ এর বিক্ষোভ সমাবেশ : ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে পরিবেশ ধ্বংসের প্রতিবাদে রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদফতরের সামনে গতকাল ‘পরিবেশ বীক্ষণ’ এর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতির বক্তব্যে ‘পরিবেশ বীক্ষণ’ এর অন্যতম সংগঠক প্রিজম ফকির বলেন, গাছ বাঁচলেই আমি-আপনি বাঁচব।


আরো সংবাদ



premium cement