২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

টঙ্গীতে লকডাউনের সুযোগে সরকারি জমি দখল করে চলছে বহুতল ভবন নির্মাণ

-

টঙ্গী গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লকডাউনের সুযোগ নিয়ে সরকারি জমি দখল করে প্ল্যান বর্হিভূতভাবে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, লকডাউনের সুযোগে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির দক্ষিণপাশে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জমি দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ কাজ শুরু করলে স্থানীয়রা বাধা দেন। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে প্ল্যান বহির্ভূতভাবেই তড়িঘড়ি করে ইতোমধ্যে পাইলিংয়ের কাজ সম্পন্ন করে হাসপাতাল কর্তৃপক্ষ। জমির সীমানা ও মালিকানা প্রমাণ না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করার পরও কোনো কর্ণপাত করা হচ্ছে না।
এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: আব্দুল আলীম মোল্লা বলেন, ‘গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে এই জমির মালিকানা লাভ করেছে তার দলিলপত্র দেখানোর আগ পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। কিন্তু তারা এখনো জমির মালিকানা সংক্রান্তে দলিল দেখাতে পারেননি।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে হাসপাতালটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা তারিকুজ্জামান খান বলেন, ‘সাবেক টঙ্গী পৌরসভার প্ল্যানে আমরা পাঁচতলা নার্সিং ভবন নির্মাণ করছি। জমির মালিকানার বিষয়টি আমাদের লিগ্যাল অ্যাডভাইজারই ভালো বলতে পারবেন।’ প্ল্যান অনুমোদনের তিন বছরের মধ্যে নির্মাণকাজ শুরু না হলে প্ল্যান বাতিল বলে গণ্য হয়। তা ছাড়া টঙ্গী পৌরসভা বিলুপ্ত হয়েছে প্রায় ১০ বছর আগে। সিটি করপোরেশন হওয়ার পর ইতোমধ্যে নগর পরিকল্পনায়ও অনেক পরিবর্তন এসেছে। এ অবস্থায় এই অকার্যকর প্ল্যান দিয়ে ভবন নির্মাণ বৈধ কিনা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ দিকে এ ব্যাপারে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি আলোচিত জমি ত্রাণ মন্ত্রণালয়ের ৯ দাবি করে বলেন, ‘ত্রাণ মন্ত্রণালয় এসএস রেকর্ডমূলে জমির মালিকানা দাবি করছে। কিন্তু এসএ রেকর্ড ভেঙে পরবর্তীতে ত্রাণ মন্ত্রণালয়ের জমি বাদে একাধিক ব্যক্তির নামে অন্যান্য জমি আরএস রেকর্ডভুক্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বৈধ মালিকের কাছ থেকেই জমি ক্রয় করেছে এবং সাবেক টঙ্গী পৌরসভার প্ল্যানে বৈধভাবেই ভবন নির্মাণকাজ করছে।’
এ ব্যাপারে যেগাযোগ করা হলে গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো: ইসমাইল হোসেন বলেন, ‘এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমরা গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে আমাদের জমি চিহ্নিত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেছি। ওই এলাকায় (গুশুলিয়া মৌজায়) আমাদের মন্ত্রণালয়ের ৮ একর ৮৯ শতাংশ জমি রয়েছে। ইতোমধ্যে কিছু জমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবর দখলে রয়েছে। এসব জমি উদ্ধারের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীনে রয়েছে।’

v


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র

সকল