২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় এবার মাথাপিছু ফিতরা ৬৫ টাকা

-

বগুড়া জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির এক সভায় বগুড়া জেলায় মাথাপিছু এবারের ফিতরা সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা ও সর্বনি¤œ ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে সমিতির সভাপতি আলহাজ মুফতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সবার মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন জামিল মাদরাসার প্রধান মুফতি শামসুজ্জোহা, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আলমগীর হুসাইন, জোড়া নাজমুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম, ইসলামী গবেষক মাওলানা আব্দুল হালিম বেগ, দক্ষিণ বগুড়া গোরস্তান ভাই পাগলা মাজার জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
রাজশাহীতে ফিতরা ৬০ টাকা
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী এবং এর আশপাশের এলাকার জন্য এবার জনপ্রতি ৬০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারো রাজশাহী নগরীর জামেয়া ইসলামিয়া শাহমখদুম মাদরাসা কর্তৃপক্ষ ফিতরা নির্ধারণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এই ফিতরা নির্ধারণ করা হয়। এর আগে নগরীর বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক, উলামায়ে কেরাম, মুফতি-মুহাদ্দিসসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মোবাইলে যোগাযোগ করে তাদের মতামত গ্রহণ করা হয়। পরে ৬০ টাকা ফিতরা নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত আলী।


আরো সংবাদ



premium cement

সকল