২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

চক্ষুবিশেষজ্ঞ অধ্যাপক ফজলুল হক মারা গেছেন করোনায়

-

বিশিষ্ট চক্ষুবিশেষজ্ঞ অধ্যাপক ডা: মো: ফজলুল হক গতকাল বৃহস্পতিবার দুপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি সর্বশেষ ঢাকা মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের অধ্যাপক ছিলেন। অধ্যাপক ফজলুল হক স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অধ্যাপক ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা: মো: ইহতেশামুল হক চৌধুরী।


আরো সংবাদ



premium cement