২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি সম্পর্কে সতর্ক করলেন ডা: আব্দুল্লাহ মো: তাহের

-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে খোলা নকল আইডির ব্যাপারে সবাইকে সতর্ক করে বলেছেন, ‘আমি লক্ষ্য করছি কেউ কেউ ‘ফেসবুক’সহ বিভিন্ন সামাজিকমাধ্যমে আমার নামে আইডি খুলে অসত্য, অবান্তর এবং বিভ্রান্তি সৃষ্টি করে এমন ধরনের পোস্ট দিচ্ছেন, যা খুবই দুঃখজনক।
তিনি বলেন, আমার একমাত্র অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজটি “যঃঃঢ়ং://িি.ি ভধপবনড়ড়শ. পড়স/ফৎধনফঁষষধযঃধযবৎ” ছাড়া আমার নামে খোলা আর সব আইডি ফেইক। তিনি পরিষ্কার ভাষায় জানান, এসব আইডি বা পোস্টের সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, আমি কাউকে আমার নামে কোনো পেজ খোলার অনুমতি দেইনি। এ ধরনের চর্চা বন্ধ করার জন্য আমি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি এবং এদেরকে বর্জন করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’ বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement