১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রাজধানীতে পুলিশের হাতে চিকিৎসক হেনস্থার ঘটনার বিএমএর উদ্বেগ

-

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এক বিবৃতিতে গত রোববার রাজধানীর এলিফ্যান্ট রোডে ডাক্তার বনাম পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগি¦তণ্ডা এবং ডাক্তারকে হেনস্থা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল সোমবার বিএমএ সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা: মো: ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী কর্মস্থলে যাতায়াতকালে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হয়রানি ও নিগ্রহের শিকার হচ্ছেন। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আতঙ্কগ্রস্থ ও হতাশ হয়ে পড়ছেন। এমন অবস্থায় তারা কাজে উৎসাহ হারিয়ে ফেলবেন এবং যার প্রভাব বর্তমান নাজুক স্বাস্থ্য ব্যবস্থায় পড়তে বাধ্য। বিএমএ নেতৃবৃন্দ অবিলম্বে রোববারের ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বিএমএ নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করা যাচ্ছে যে, কোভিড-১৯ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে চলমান লকডাউনে করোনা মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কর্মস্থলে যাতায়াতকালে দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হয়রানি ও নিগ্রহের শিকার হচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা ঘটায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আতঙ্কগ্রস্ত ও হতাশ হয়ে পড়ছেন।


আরো সংবাদ



premium cement