২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাজাপুরে তরমুজ ক্ষেত তলিয়ে যাওয়ায় মাঠেই নষ্ট হচ্ছে আধাপাকা ফলন

-

উপকূলীয় জনপদ ঝালকাঠির রাজাপুরে আকস্মিক পূর্ণিমার জোয়ারের পানিতে তরমুজ ক্ষেত নষ্ট হয়ে গেছে। একই সাথে ভেসে গেছে কৃষকের স্বপ্ন। হঠাৎ পানি উঠে ১০ একর জমির তরমুজ পচে যাওয়ায় সংশ্লিষ্ট চাষিরা হতাশ ও সর্বস্বান্ত।
জানা গেছে, উপজেলার মানকিসুন্দর গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারসহ এলাকার আটজন কৃষক নদী তীরবর্তী এলাকার ১০ একর জমিতে তরমুজ ও ফুটি চাষ করেন। ফলনও মোটামোটি ভালো হয়েছিল। আর দুই-তিন সপ্তাহ পরে তরমুজ বিক্রি করার উপযুক্ত সময় আসছিল।
তরমুজ চাষি আব্দুল কুদ্দুস হাওলাদারসহ চাষিরা লাভের আশায় চড়া সুদে লাখ লাখ টাকার ঋণ করেন। কিন্তু সাম্প্রতিক পূর্ণিমার প্রভাবে আকস্মিক জোয়ারের পানিতে ভেসে যেতে বসেছে তাদের স্বপ্ন।
এ দিকে পূর্ণিমায় জোয়ারের পানি নেমে গেলেও বেশির ভাগ তরমুজ পচে গেছে। আর এ কারণে আকারে বড় হতে পারবে না ফলনের একটি বড় অংশ। প্রতিকূলতার মধ্যে ফসল বিক্রির পরে তাদের সব খরচ মিটিয়ে আসল নিয়ে ঘরে উঠতে পারবে কিনা তা নিয়ে চাষিরা রয়েছে দুশ্চিন্তায়।

এতে কৃষকের স্বপ্নও তছনছ হয়ে গেছে। আশায় বুক বেঁধে ওই কৃষকরা তাদের জমানো সবটুকু পুঁজি বিনিয়োগ করেছিল। তরমুজ চাষিরা ধারদেনা ও বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তরমুজ চাষ করায় বিপাকে পড়েছেন।
শুধু মানকিসুন্দর গ্রামের তরমুজই নয়, উপজেলার সাংগর, শুক্তাগর, কেওতা, পালট গ্রামের তরমুজের চাষ হয়েছে। উপজেলায় এ বছর ২২ হেক্টরে তরমুজ চাষ হয়েছে। হেক্টরপ্রতি ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ থেকে ৪৫ টন। এখন মাঠে আধাপাকা তরমুজ। আর ক’দিন পরেই ফলন কাটা শুরু হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: রিয়াজ উল্লাহ বাহাদুর বলেন, মাঠে চাষিদের বুদ্ধি পরামর্শ দিয়ে ক্ষতি পুষিয়ে দেয়ার চেষ্টা চলছে। এ ছাড়াও তাদের কৃষি প্রণোদনার কর্মসূচি জরিপ মৌসুমের উফশি আউশের আওতায় নেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান

সকল