১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

বসুন্ধরা সিটি শপিংমল খোলা থাকবে আজ

-

ক্রেতা সাধারণের সুবিধার্থে রাজধানীর বৃহত্তম শপিং সেন্টার বসুন্ধরা সিটি আজ মঙ্গলবার খোলা থাকবে। মঙ্গলবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ার পরও ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের অনুরোধে আজ স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা সিটি শপিংমল খোলা থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক হাবিবুর রহমান।
এ প্রসঙ্গে বসুন্ধরা সিটি দোকান মালিক সমিতির সভাপতি হান্নান আজাদ গতকাল বলেন মঙ্গলবার দোকান খোলা থাকবে। তবে সরকার ঘোষিত সাত দিনের লকডাউন পুরোপুরি মেনে বন্ধ থাকবে। কিন্তু এরপর সরকারি বিধিনিষেধ মেনে আমরা ঈদ পর্যন্ত দোকান খোলা রাখতে চাই।
তিনি আরো বলেন করোনার শুরু থেকে বিগত সময়ে বহু দিন মার্কেট বন্ধ ছিল। গত বছর দোকানদাররা বিকিকিনি করতে পারেনি। এতে অনেক ব্যবসায়ী পথে বসে গেছেন। এখন নতুুন লকডাউনের প্রথম সাত দিন মেনে নিতে পারব। কিন্তু এরপর লকডাউন হলে ব্যবসায়ীরা পথে বসে যাবেন।

 


আরো সংবাদ



premium cement