২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দুর্ঘটনা বেড়েছে উখিয়া-টেকনাফ সড়কে

উখিয়া টিভি রিলে কেন্দ্রের নিচু ঢালায় এভাবে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে : নয়া দিগন্ত -

উখিয়া-টেকনাফ সড়কে বেড়েছে দুর্ঘটনা। বিশেষ করে কুতুপালং টিভি রিলে কেন্দ্রের নিচু ঢালে রোহিঙ্গাদের জন্য পণ্যবাহি গাড়ি প্রতিনিয়তই দুর্ঘটনায় পতিত হয়। আরেক চিহ্নিত স্পটের মধ্যে রয়েছে হিজলিয়া পালং গার্ডেন এলাকা। এসব স্পটে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। হতাহত হচ্ছে সাধারণ মানুষ। উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কারণে যেমনি বেড়েছে যানজট তেমনি হয়েছে রাস্তা প্রশস্তকরণসহ নানাবিধ উন্নয়ন। ফলে বড় রাস্তা পেয়ে চালকরা হয়ে উঠেছে বেপরোয়া। কেউ আইন মানছে না। গাড়ি চালানোর ন্যূনতম যোগ্যতা যার নেই সেও গাড়ি নিয়ে এখন রাস্তায়। ফলে সড়ক দুর্ঘটনায় নিহতের মিছিল দিন দিন বাড়ছে।
পরিকল্পিত উখিয়া চাই এর আহ্বায়ক সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার বলেন, সড়ক কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। টমটমের আঘাতে আমি নিজেও গুরুতর আহত হয়ে প্রাণে বেঁচে আছি। সড়ক দুর্ঘটনায় ইতোমধ্যে কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সিরাজুল হক বিএ, আরেক বিএনপি নেতা সিরাজুল হক ডালিম, উখিয়া হাজির পাড়া এলাকার মোহাম্মদ আয়াছ, শাহ আলম জেকব ও জাহাঙ্গির আলমসহ অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আবার অনেকে কেউ পঙ্গুত্ব বরণ করছেন। এসব দুর্ঘটনা রোধে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


আরো সংবাদ



premium cement