১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় এতিমদের মধ্যে জামায়াত সেক্রেটারি জেনারেলের খাবার বিতরণ

-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গতকাল সোমবার খুলনা উত্তর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এতিমদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি এতিমদের খোঁজখবর নেন এবং খাবার বিতরণের আগে দেশের সমৃদ্ধি ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধারা আত্মনির্ভরশীল, ক্ষুধামুক্ত, স্বনির্ভর ও সার্বভৌম একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এখনও আমরা মানুষের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান নিশ্চিত করতে পারিনি। তাই আসুন ভেদাভেদ ভুলে মানুষের অধিকার প্রতিষ্ঠা, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও স্বনির্ভর দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করি। তিনি বলেন, জামায়াতে ইসলামী ইসলামের ভিত্তিতে এমন একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যে রাষ্ট্রে অধিকার প্রাপ্তির জন্য লড়াই করতে হবে না।
তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ডে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামী সংকল্পবদ্ধ। বহিঃশক্তির ষড়যন্ত্রের মোকাবেলায় জাতীয় ঐক্য একান্ত অপরিহার্য। জাতীয় জীবনে ইসলামী মূল্যবোধের অপনুপস্থিতি আমাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করেছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেনÑ খুলনা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, আমিনুল ইসলাম, সৈয়দ হাসান মাহমুদ, গাজী মোর্শেদ মামুন, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা সরোয়ার হোসেন, হেকমত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement