২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
\

তদন্ত কমিটির চট্টগ্রাম কারাগার পরিদর্শন

-

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতি নিখোঁজ হওয়ার ঘটনায় তিন সদস্যের বিশিষ্ট তদন্ত কমিটি কারাগার পরির্দশন করেছেন। গতকাল সোমবার সকাল ১০টায় প্রথমে ডিআইজি প্রিজন কার্যালয়ে যান। সেখানে কারাপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে কারাগার পরির্দশন করেন।
গত ৬ মার্চ সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের কর্ণফুলী ভবনের পানিসম্যান্ট ওয়ার্ডে থাকা হাজতি ফরহাদ হোসেন রুবেল নিখোঁজ হন।
এ ঘটনায় ৭ মার্চ তিন সদস্যের তদন্ত কমিটি করেন কারা মহাপরিদর্শক। তদন্ত দলে প্রধান করা হয় খুলনা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক ছগির মিয়াকে। অন্য দুই সদস্য হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন ও বান্দরবান জেলা কারাগারের ডেপুটি জেলার ফোরকান ওয়াহিদ। তাদের সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement