২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ

যুবদল সভাপতিসহ ৮ জন রিমান্ডে

-

লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করার অভিযোগে দায়ের করা মামলায় যুবদলের সভাপতি মজনুসহ ্টজনকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো: আব্দুল্লাহ তাদের ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। আসামি পক্ষ রিমান্ড বাতিল করে জামিন চায়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করে প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেয়া নেতাকর্মীরা হলেন যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু, খালেক টিপু, রাসেল, দিল গনি, শহিদুল ইসলাম, মোকারোফ, আবুল কাশেম ও ওয়াহিদ।
অভিযোগে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ছাত্রদলের বিক্ষোভকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করার চেষ্টা করেন। পুলিশ বিক্ষোভকারীদের থামানো ও রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এ সময় তারা প্রেস ক্লাবের ভেতরে ঢুকে অবস্থান নেন। তারা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে। এরপর পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় গত রোববার শাহবাগ থানার উপপরিদর্শক পলাশ সাহা বাদি হয়ে ৪৮ আসামির নাম উল্লেখসহ ২০০-২৫০ জন আসামির বিরুদ্ধে মামলা করেন।


আরো সংবাদ



premium cement

সকল