২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি

৪ নির্বাচন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা ষ

-

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীসহ পাঁচজনের বিরুদ্ধে কুষ্টিয়া ও কুমারখালী থানায় দু’টি পৃথক মামলা দায়ের হয়েছে। মামলার বাদি হয়েছেন কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান। কুষ্টিয়া মডেল থানায় মামলায় আসামি করা হয়েছে কুষ্টিয়ার সাবেক জেলা নির্বাচন কর্মকর্তা বর্তমানে ফরিদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা বর্তমানে ফরিদপুর জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, কুষ্টিয়া সদর উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা বর্তমানে মাগুরা সদর উপজেলার নির্বাচন অফিসার অমিত কুমার দাশ ও কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী জি এম সাদিক। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, কুষ্টিয়া শহরের ১১০ এনএস রোডের বাসিন্দা এম এম এ ওয়াদুদ ও তার পরিবারের সদস্যগণের নাম তথ্যাদি ধারণ করে জালিয়াতির মাধ্যমে ছয়জনকে জাতীয় পরিচয়পত্র গ্রহণের অভিযোগ সংক্রান্ত তদন্তে উক্ত কর্মকর্তা ও কর্মচারীর সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশক্রমে ওই কর্মচারী ও কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের। কুষ্টিয়া মডেল থানার মামলা নং-০৮, তারিখ-০৪-০৩-০২১ মামলাটি ভোটার তালিকা আইন ২০০৯ এর ধারা ২০, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ এর ধারা ১৭ ও ১৮ পেনাল কোড, ১৮৬০ এর ধারা ৪২০, ৪৬৮ ও ১০৯ এবং ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৪, ৩৩ ও ৩৫ ধারায় রুজুু করা হয়েছে বলে জানা যায়। অপর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বাদি হয়ে আরো একটি মামলা দায়ের করেছেন কুমারখালী থানায়। উভয় মামলার অভিযোগ একই ধারাগুলো একই। এই মামলার আসামি করা হয়েছে তৎকালীন কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বর্তমানে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলমকে। কুমারখালী থানার মামলা নং-০৪, তারিখ-০৪-০৩-২১। মামলা দু’টির বাদি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানানÑ কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতির বিষয়ে নির্বাচন কমিশনের তদন্তে উল্লিখিত কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা দু’টি করি। ইতোমধ্যে এই পাঁচজন আসামির বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়েছে গত ২৬ জানুয়ারি। এ দিকে এনআইডি জালিয়াতি ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা পাওয়ায় নির্বাচন কমিশন তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানা যায়।


আরো সংবাদ



premium cement
গাজা যুদ্ধ নিয়ে প্রতিবাদ : নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ১৩৩ জন গ্রেফতার বিপজ্জনক মাত্রার অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে বিয়ের বাজার শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন ভারতীয় ৩ সংস্থার মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান সাবেক শিবির নেতা সুমনের পিতার মৃত্যুতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের শোক গণকবরে লাশ খুঁজছেন শত শত ফিলিস্তিনি মা ভারতের লোকসভা নির্বাচনে আলোচনায় নেতাদের ভাই-বোন ও সন্তান সংখ্যা চীনে শতাব্দীর ভয়াবহ বন্যার শঙ্কা, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ ভারতের মাঝারি পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ৩ দিনের ব্যবধানে দ্বিতীয়বার চেন্নাইকে হারাল লক্ষৌ

সকল