২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ঠিকাদারের অবহেলার অভিযোগ

খুলনায় বহুতল কনভেনশন সেন্টার নির্মাণে পাশের ১৫ বাড়িতে বড় ফাটল

-

খুলনায় নির্মাণাধীন ১৫তলা বিশিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টারের কারণে পার্শ্ববর্তী অন্তত ১৫টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নিরাপত্তামূলক ব্যবস্থা না নেয়ার কারণেই আশপাশের ভবনগুলো ধসে পড়ার আশঙ্কায় রয়েছেন বাড়ির মালিকরা। গতকাল শনিবার খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন নগরীর ২ নম্বর মির্জাপুর রোডের ক্ষতিগ্রস্ত বাসিন্দা জিএম আব্দুস সাত্তার। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাহনাজ পারভীন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নগরীর মির্জাপুর এলাকায় সামছুর রহমান রোডে খুলনা অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টারের ১৫তলা বিশিষ্ট স্থাপনা নির্মিত হচ্ছে। আমরা আশা করেছিলাম, ভবনটি নির্মাণের সময় আশপাশের ভবনগুলোর যেন কোনোরূপ ক্ষয়ক্ষতি না হয় সে বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক তারা কোনো প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেননি। পরবর্তীতে নির্মাণাধীন ভবনসংলগ্ন বাড়িগুলোতে বড় বড় ফাটলের সৃষ্টি হয়। যেকোনো সময় বাড়িগুলো ধসে পড়ার আশঙ্কা রয়েছে।


আরো সংবাদ



premium cement