২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কাল থেকে টঙ্গীতে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু

-

গাজীপুর জেলা মুজাহিদ কমিটির উদ্যোগে আগামীকাল রোববার থেকে টঙ্গী নদী বন্দরে তিন দিনব্যাপী পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হচ্ছে। জেলার সর্ববৃহৎ এ মাহফিলে চরমোনাই পীর সাহেবসহ দেশবরেণ্য আলেম-ওলামাগণ ওয়াজ পেশ করবেন।
মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক টঙ্গী পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন বাবু জানান, মাহফিলের সমাপনী দিবস ৯ মার্চ মঙ্গলবার প্রধান মেহমান হিসেবে বয়ান রাখবেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। মুহাম্মাদ আব্দুল মালেকের সভাপতিত্বে মাহফিলের তৃতীয় দিন বয়ান পেশ করবেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা শরিফুজ্জামান রাজিবপুরী ও জামিয়া ইসলামিয়া গাজীপুরের প্রিন্সিপাল আলহাজ মাওলানা হাবিবুর রহমান মিয়াজী।
আগামীকাল রোববার মাহফিলের প্রথম দিন প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুফতি সৈয়দ ইসহাক মো: আবুল খায়ের এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো: জাহাঙ্গীর আলম। সাবেক টঙ্গী পৌরসভার ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রথম দিন বয়ান পেশ করবেন মাওলানা দেলোয়ার হোসেন তাহেরপুরী, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা মুফতি হাবিবুল্লাহ সিরাজী ও হাফেজ মাওলানা নাসির উদ্দিন।
মাহফিলের দ্বিতীয় দিন সোমবার প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করবেন শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। মুহাম্মাদ ফাইজ উদ্দিনের সভাপতিত্বে দ্বিতীয় দিন বয়ান করবেন। মুফতি হেদায়েতুল্লাহ আজাদী, মাওলানা রেজাউল করিম, মাওলানা ইউনুছ আহমাদ ও মাওলানা মুসলেহ উদ্দিন আফসারী।
তিন দিনব্যাপী মাহফিল সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাবেক কাউন্সিলর আলহাজ ইসমাইল হোসেন বাবুকে আহ্বায়ক ও আলহাজ মিজানুর রহমান মিজানকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট মাহফিল ইন্তেজামিয়া কমিটি গঠন করা হয়েছে। তিন দিনব্যাপী জেলার সবচেয়ে বড় এ মাহফিলে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হবে বলে মাহফিল ইন্তেজামিয়া কমিটি আশা করছেন।


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল