২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

এক দিনে করোনার টিকা নিয়েছেন ১.২১ লাখ : মোট নিবন্ধন ৪৭.৭০ লাখ

২৪ ঘণ্টায় মৃত্যু ৭ শনাক্ত ৬১৯
-

সারা দেশে গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসের টিকা নিয়েছেন এক লাখ ২১ হাজার ১০ জন। এ ছাড়া সারা দেশে গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১৫ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করে ৬১৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এ সময় নমুনা পরীক্ষাসাপেক্ষে সংক্রমণের হার ছিল ৩.৮৭ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে গতকাল মৃত্যুবরণ করেছে সাতজন। করোনা আক্রান্তদের প্রায় সবাই এখন হাসপাতালে মারা যাচ্ছেন।
করোনার টিকা গ্রহণের ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষরা অনেক এগিয়ে। গতকাল পর্যন্ত সারা দেশে ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষরা টিকা নিয়েছেন ২২ লাখ ৯৪ হাজার ৬৯ জন। নারীরা টিকা নিয়েছেন ১২ লাখ ৮৭ হাজার ১০০ জন। নারীদের চেয়ে পুরুষরা কেন বেশি টিকা নিচ্ছেন এ প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, নারীদের চেয়ে পুরুষরা বেশি করোনা আক্রান্ত হয়েছেন। ফলে স্বভাবতই পরিবারের পুরুষরা করোনা টিকার নেয়ার ক্ষেত্রে এগিয়ে। এ ছাড়া নারীদের চেয়ে পুরুষ বেশি হারে বাইরে গিয়ে থাকেন। কর্মসূত্রে তারা দিনের বেশির ভাগ সময় বাইরে থাকেন। তাদেরকে অচেনা মানুষের সাথে বেশি সময় কাটাতে হয়। ফলে পুরুষরা বেশি সংক্রমণের শিকার হচ্ছেন। এ ছাড়া করোনার টিকা নিবন্ধনের একটি ব্যাপারটিতে নারীদের চেয়ে পুরুষদের বেশি প্রবেশগম্যতা রয়েছে। পুরুষরা ইন্টারনেটে বেশি যুক্ত থাকেন এবং তাদের দক্ষতামূলক বেশি। ফলে তারা বেশি হারে নিবন্ধন করতে পারছেন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি টিকা নিয়েছেন ঢাকা বিভাগের মানুষ। মোট টিকার প্রায় এক-তৃতীয়াংশ নিয়েছেন ঢাকা বিভাগের মানুষ। এ বিভাগে গতকাল পর্যন্ত ১১ লাখ ১২ হাজার ৩৫ জন টিকা নিয়েছেন। কেবল ঢাকা মহানগরীতেই পাঁচ লাখ ৪৩ হাজার ৬১৬ জন টিকা নিয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে সাত লাখ ৬৯ হাজার ১৫৩ জন টিকা নিয়েছেন। রাজশাহী বিভাগের তিন লাখ ৮৯ হাজার ৩১৬ জন, রংপুর বিভাগে তিন লাখ ২৭ হাজার ৩২৬ জন, খুলনা বিভাগে চার লাখ ৫৫ হাজার ৩৯৭ জন, বরিশাল বিভাগে এক লাখ ৬৫ হাজার ১৮৯ জন এবং সিলেট বিভাগের দুই লাখ ১১ হাজার ১৬৯ জন করোনার টিকা নিয়েছেন।

 


আরো সংবাদ



premium cement
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সকল