২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে ছাত্রদলের মিছিল সমাবেশ

-

ঢাকায় সমাবেশে পুলিশি হামলা এবং কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে গতকাল সোমবার সারা দেশে জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচি পালনকালে অনেক স্থানে পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মীরা।
চট্টগ্রাম ব্যুরো জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করেছে। দুপুরে নগরীর দোস্ত বিল্ডিংয়ের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করলে পুলিশি বাধার মুখে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম সমাবেশে সভাপতির বক্তৃতায় বলেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের কাজ হলেও বর্তমানে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের দমনই যেন তাদের একমাত্র কাজ। এ সময় ছাত্রদল নেতা জিয়াউল কাদের জিয়া, মতিউর রহমান রাসেল, খালেদ হোসাইন, সাইফুদ্দীন দস্তগীর, মুবিনুল হক চৌধুরী, এরশাদ উল্লাহ, হেলাল উদ্দিন, সায়েম উদ্দিন, এম মনসুর আলম, মাইনুদ্দীন জায়েদ, রাকিব উদ্দিন চৌধুরী, কাইয়ুম উদ্দিন, আলী আকবর, সাকেরুল ইসলাম সাকিব, আব্দুল ওহাব সুমন, আরেফিন রিয়াদ, আনিসুর রহমান আনাস, কামরুদ্দীন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফরিদপুর সংবাদদাতা জানান, জেলা ছাত্রদলের মিছিল থেকে ব্যানার কেড়ে নিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গতকাল বেলা ২টার দিকে শহরের গোয়ালচামটে হাজরাতলার মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারের সামনে মুজিব সড়ক থেকে জেলা সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু, আব্দুল্লাহ আল মামুন সনেট, আব্দুল্লাহ আল মামুন রতন, মো: হেমায়েত হোসেন, শেখ মো: শোয়ায়েবের নেতৃত্বে প্রতিবাদ মিছিল শুরু হয়ে ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে রওনা হয়। হাজরাতলার মোড়ে এলে কোতোয়ালি থানার এসআই মিজানের নেতৃত্বে একদল পুলিশ তাদের গতি রোধ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
সুনামগঞ্জ সংবাদদাতা জানান, জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্যসচিব মো: তারেক মিয়ার পরিচালনায় মিছিলটি শহরের দলীয় অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে খামারখালী ব্রিজের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেনÑ ছাত্রদলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেনÑ ছাত্রদল নেতা মুমিত ইসলাম, হাবিবুর রহমান হাবিব, হুশিয়ার আলম, নাসিম, রুহুল চৌধুরী, ওবায়দুল ইসলাম, টি এম ফখরুলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বগুড়া অফিস জানায়, বেলা ৩টায় বগুড়া শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেনÑ সহসভাপতি সোহরাব হোসেন বাপ্পি, সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়ন, তমাল, বাবুল, রাকিব, নিরব, উজ্জ্বল, আমিনুলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
নোয়াখালী সংবাদদাতা জানান, গতকাল দুপুরে মাইজদী শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে নোয়াখালী জেলা ছাত্রদল। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেনÑ জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মো: নোমান, ওয়াসিম, জিয়াউল হক সজীব, মো: সাহেদ বাবু, মো: হাবিব, রাসেল, সোহাগ প্রমুখ।
নেত্রকোনা সংবাদদাতা জানান, জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলার আশঙ্কায় মূল শহর ছেড়ে পৌর এলাকার কুরপাড়ে এই কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী। উপস্থিত ছিলেন সারোয়ার আলম এলিন, ফারদিন চৌধুরী রিমি, রায়হান ফারাস, দেলোয়ার হোসেন, শামছুল হুদা, কামাল আহমেদ প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement