১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সাবরেজিস্ট্রার মৃত্যুঞ্জয় শিকারীর বক্তব্য

-

নয়া দিগন্তে গত ২৬ জানুয়ারি প্রকাশিত ‘কেরানীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে জাল-জালিয়াতি, রাজস্ব লুটের রমরমা কারবার’ এবং ৩১ জানুয়ারি প্রকাশিত ‘সাবরেজিস্ট্রার ও অফিস সহকারীর দ্বন্দ্বে বিব্রত হাইকমান্ড’ শীর্ষক দু’টি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কেরানীগঞ্জ দক্ষিণ সাবরেজিস্ট্রার মৃত্যুঞ্জয় শিকারী।
এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, সংবাদ দু’টিতে তার এবং তার অফিসের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। সংবাদে উল্লিখিত ৭৭০ নম্বর দলিলে শ্রেণী পরিবর্তনের যে অভিযোগ করা হয়েছে তাও সঠিক নয়। প্রতিবেদনে অফিস সহকারী তুলির যে মতামত প্রকাশ করা হয়েছে তা অসত্য। তুলি তার নিজের অপরাধ ঢাকতে অশালীন মন্তব্য করেছেন প্রতিবেদকের কাছে। প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, একজন সাবরেজিস্ট্রারের সাথে অফিস সহকারীর দ্বন্দ্ব থাকার সুযোগ নেই।

 


আরো সংবাদ



premium cement