২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ডিজিটাল নিরাপত্তা আইন তুলে দিতে হবে : কল্যাণ পার্টি

-

ডিজিটাল নিরাপত্তা আইন তুলে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি। গতকাল এক বিবৃতিতে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ ইবরাহিম বীর প্রতীক বলেন, এ আইনটি স্বাধীন মত প্রকাশের অন্তরায়, তাই গণতন্ত্রবিরোধী। বিশিষ্ট লেখক ও উদ্যোক্তা মুশতাক আহমেদের মৃত্যুর পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনেরা এ আইনকে কবর দেয়ার যে দাবি জানিয়েছে কল্যাণ পার্টি সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করছে।
অবিলম্বে মুশতাক আহমেদ হত্যার রহস্য উদঘাটন ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, যুক্তরাজ্যভিত্তিক সংস্থা আর্টিকেল-১৯ এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশে এ আইনের অধীনে দায়ের করা মোট মামলার সংখ্যা দিলো ১৯৮টি। এর মধ্যে ৪১টি মামলার আসামি করা হয়েছে ৭৫ জন পেশাদার সাংবাদিককে। সৈয়দ ইবরাহিম বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের অন্যতম কারণ ছিল মত প্রকাশের স্বাধীনতা অর্জন। তাই এ আইনটি বাংলাদেশের স্বাধীনতাবিরোধী আইন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement