২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে পুলিশ ও পোশাক শ্রমিক সংঘর্ষ

-

চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে হয়েছে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার আল আমিন পোশাক কারখানার শ্রমিকদের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার কয়েক শ’ শ্রমিক চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে অক্সিজেন এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে অক্সিজেন-হাটহাজারী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। একসময় সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে রাস্তা থেকে জোর করে শ্রমিকদের সরানোর চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।
তখন শ্রমিকরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। একপর্যায়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয় শ্রমিকদের।


আরো সংবাদ



premium cement