২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামে ২৫১ ও ঢাকা বারে ৩৫১ সদস্যের কমিটি

এ জে ভূঁইয়া ও সজলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট বার ; মাসুদ তালুকদার ও ওমর ফারুকের নেতৃত্বে ঢাকা বার

-

আইনজীবী আবদুল জব্বার (এ জে) ভূঁইয়াকে সভাপতি ও গাজী কামরুল ইসলাম সজলকে সাধারণ সম্পাদক করে ২৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বারের কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারকে সভাপতি ও মো: ওমর ফারুক ফারাবীকে সাধারণ সম্পাদক করে ৩৫১ সদস্য বিশিষ্ট ঢাকা বারের কমিটি গঠন করা হয়েছে। গতকাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান এই কমিটির অনুমোদন দেন।
আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখা কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন জামিল আক্তার এলাহী, সহ-সভাপতি মো: ফিরোজ শাহ, গোলাম কিবরিয়া, ড. ফারহাত জামান, উম্মে কুলসুম রেখা, মনির হোসেন, সালাউদ্দিন দোলন, সৈয়দ আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক- মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক- ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ। সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার, অর্থ সম্পাদক- জিয়াউর রহমান। গণমাধ্যমবিষয়ক সম্পাদক ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। দফতর সম্পাদক শেখ জুলফিকার আলম, প্রকাশনা সম্পাদক এ এম জামিউল হক (ফয়সাল)। আর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম খান বাচ্চু, সহ-সভাপতি মো: খোরশেদ আলম, খোরশেদ মিয়া আলম, আবুল খায়ের, মোসলেম উদ্দিন জসিম, হারুনুর রশিদ ভূঞা, শামসুল হক, কালিমুর রহমান হিমু, রেজাউল করিম নিজাম, আনোয়ার জাহিদ ভূইয়া, নুরুল ইমান বাবুল, মো: রুহুল আমিন, দেলোয়ার হোসেন লেবু, নাসির উদ্দিন আহমেদ, আব্দুর নূর ভূঁইয়া বাবলু, শামীমা আক্তার, শাম্মী,আফরোজা বেগম শেলী, আব্দুস সালাম, গিয়াস উদ্দিন, আবদুল লতিফ তালুকদার, আলী হায়দার কিরন, রেজাউল করিম চৌধুরী, হযরত আলী, আবু সেলিম চৌধুরী, আনিছুর রহমান আনিছ, মাহফুজুর রহমান পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক জহির রায়হান জসিম, যুগ্ম সম্পাদক আবুল কালাম খান, আব্দুল খালেক মিলন, ইকবাল হোসেন, মোহাম্মদ উল্লাহ খান জুয়েল, আবু ইউসুফ সরকার। অন্যদিকে ঢাকা বার ইউনিটের উপদেষ্টা পরিষদে রয়েছেন, আইনজীবী মো: বোরহান উদ্দিন, মো: মহসিন মিয়া, আব্দুল্লাহ মাহমুদ হাসান, গোলাম মোস্তফা খান, শাহ মো শাহাবুদ্দিন, মল্লিক সফিউদ্দিন আহমেদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement