২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

৮ নাবিকের খোঁজে চলছে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান

-

সেন্টমার্টিন থেকে ৬৫ মাইল সাগরে গভীরে ডুবে যাওয়া এফভি যানযাবিলের প্রধান প্রকৌশলীসহ ৮ নাবিকের খোঁজে চলছে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ উদ্ধার অভিযান। নৌবাহিনী দু’টি উদ্ধার জাহাজ ও একটি হেলিকপ্টার এবং কোস্টগার্ডের দু’টি উদ্ধার জাহাজ যৌথ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন বলে গতকাল সোমবার রাতে জানিয়েছেন কোস্টগার্ড চট্টগ্রাম পূর্বজোনের প্রেস অ্যান্ড মিডিয়ার লে. আবদুর রউফ।
এ দিকে গত রোববার জীবিত উদ্ধার ১৪ জনকে চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে উদ্ধার হওয়া চারজনের লাশও স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ সময় নিহত ও নিখোঁজ স্বজনদের আর্তনাদের এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
খবর পাওয়ার সাথে সাথে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযানে ১৪ জনকে জীবিত ও চারজনের লাশ উদ্ধার করেন। বর্তমানে নিখোঁজরা হলেনÑ জাহাজের প্রধান প্রকৌশলী নুরুল আমিন (৩০) মো: শোয়েবুল ইসলাম (২৮) মো: রফিক (৪০) মো: পাভেল (৩২) আবুল বাশার (৩৫) মেহের আলী (৩৫) আমির হামজা (২৭) ও মো: ইউনুস (৩৯)।

 


আরো সংবাদ



premium cement