২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নোয়াখালীতে একই স্থানে আ’লীগের ২ গ্রুপের সভা : ১৪৪ ধারা জারি

-

নোয়াখালীর মাইজদীতে একই স্থানে আওয়ামী লীগের দু’গ্রুপের সভা আহ্বান করায় প্রশাসন আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।
জানা যায়, মাইজদীর শহীদ মিনার প্রাঙ্গণে নোয়াখালী পৌরমেয়র শহীদ উল্যা খান সহেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করার প্রতিবাদে সমাবেশ আহ্বান করে। পরে একই স্থানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী সমর্থিত নেতারা সমাবেশ আহ্বান করেন। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দেয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
কোম্পানীগঞ্জে ফের হরতালের ঘোষণা : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ফের অর্ধ দিবস হরতালের ঘোষণা দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। আগামী রোববার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ হরতালের ঘোষণা দেন বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। সোমবার সন্ধ্যা ৭ টায় বসুরহাট পৌরসভার রুপালী চত্বরে এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পদক ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলায় দলীয় হাইকমান্ড কোনো ব্যবস্থা না নেয়ায় এ হরতাল ঘোষণা দেয়া হলো। হরতালে কোম্পানীগঞ্জ উপজেলায় দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ থাকবে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement