২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পি কে হালদারের আরো দুই সহযোগী গ্রেফতার

-

২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) আরো দুই সহযোগীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার বিকেল ৫টায় দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হক ও পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী। এ দু’জন ছাড়াও পি কে হালদারের আরো দুই সহযোগীর জিজ্ঞাসাবাদের কথা থাকলেও তারা আসেননি বলে দুদক সূত্রে জানা গেছে।
দুদকের জনসংযোগ বিভাগ জানায়, দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে। এরপর তাদের রমনা মডেল থানার হেফাজতে রাখা হয়। আজ সোমবার তাদের আদালতে তোলা হবে।
এ নিয়ে পি কে হালদার সংশ্লিষ্টতায় ছয়জনকে গ্রেফতার করলো দুদক। গ্রেফতারকৃত বাকি চারজন হলেনÑ পি কে হালদার সহযোগী শংখ বেপারী, পি কে হালদারের বান্ধবী অবন্তিকা বড়াল, পি কে হালদারের আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধা।

 


আরো সংবাদ



premium cement