১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ

বাবুল চিশতী ও ছেলে রাশেদুল চিশতী গ্রেফতার

-

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক বাবুল চিশতী এবং তার ছেলে রাশেদুল হক চিশতীকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে গ্রেফতার দেখানো হয়েছে। গত ১১ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে ২৪ জানুয়ারি তারিখ ধার্য করেন। সে অনুযায়ী গতকাল কারাগার থেকে এ ২ আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

 


আরো সংবাদ



premium cement