২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আমলাদের বাধায় উপজেলা পরিষদ বাস্তবায়ন হচ্ছে না

বন্দরে মতবিনিময়কালে অভিমত
-

আমলাদের বাধার কারণে উপজেলা পরিষদ বাস্তবায়ন হচ্ছে না। পাকিস্তানিরা যেমন বাঙালির শাসন মেনে নিতে পারেনি তেমনি সরকারি আমলারা স্থানীয় প্রশাসনে জনপ্রতিনিধিদের শাসন মেনে নিতে পারছে না। ২০১০ সালের রাষ্ট্রপতির আদেশে গেজেটকৃত উপজেলার ১৭টি প্রশাসনিক কার্যক্রম উপজেলা পরিষদের চেয়ারম্যানদের নেতৃত্বে পরিচালনার দাবি জানিয়ে উপজেলা চেয়ারম্যানরা বলেন, অন্যথায় এ দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। সোমবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তারা এসব কথা বলেন। বন্দর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজাদ বিশ্বাস, রুপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাজাহান ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজারের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু ও সালিমা হোসেন শান্তা, রুপগঞ্জের ফেরদৌসি আলম নীলা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, আড়াইহাজারের ভাইস চেয়ারম্যান ঝর্না বেগম, সোনারগাঁয়ের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আক্তার ফেন্সি প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement