২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`
চট্টগ্রামে সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী

আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে

-

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চসিক নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থীর প্রধান সমন্বয়কারী আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেছেন, জনগণের উপর আওয়ামী লীগের আস্থা নেই বলেই চসিক নির্বাচনে বিএনপির প্রচারণায় বিভিন্নভাবে বাধা দিচ্ছে। মূলত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। তারা জনগণ থেকে অনেক দূরে চলে গেছে। তাদের চরিত্র আগেও খারাপ ছিল এখন আরো খারাপের দিকে গেছে। সন্ত্রাস, ভয়ভীতি, অস্ত্রবাজি আওয়ামী লীগের দুর্বলতার বহিঃপ্রকাশ। জনগণ থেকে বিছিন্ন বলেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। স্বাধীনতার পর থেকে চট্টগ্রামে প্রকৃত অর্থে যেসব নির্বাচন হয়েছে সব নির্বাচনেই বিএনপি জিতেছে। দেশের জনগণ এখনো গুমরে কাঁদছে, তাদের আবেগ-প্রত্যাশা ভোটাধিকার প্রয়োগের জন্য, ধানের শীষে একটি ভোট দেয়ার জন্য ও সরকারের পতনের জন্য। আগামী ২৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের এই প্রত্যাশা পূরণ করবে।
তিনি গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব অডিটোরিয়ামে চসিক নির্বাচনের বিএনপির মেয়রপ্রার্থীর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরি উক্ত কথা বলেন। তিনি আরো বলেন, ডা: শাহাদাত হোসেন অনেক জনপ্রিয় প্রার্থী। তিনি দীর্ঘ দিন রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন। নেতাকর্মীদের সুখে-দুঃখে ছিলেন। তাকে বিজয়ের জন্য এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।

 


আরো সংবাদ



premium cement