২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সঙ্গীত সংশ্লিষ্টদের করোনা ভ্যাকসিন প্রাপ্তি অগ্রাধিকারের অনুরোধ

-

করোনা দুর্যোগে গত এক বছর ধরে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন দেশের কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরকারসহ সঙ্গীতাঙ্গনের প্রায় সবাই। একটি গানের জন্য তাদের যেতে হয় স্টুডিওতে। শুটিং করতে যেতে হয় ইনডোর-আউটডোর লোকেশনে। একটি গান শ্রোতাদের কাছ পর্যন্ত যাওয়ার আগে গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পীকে একসাথে একটানা নিরলস কাজ চালিয়ে যেতে হয়। কিন্তু এখন তা রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমনকি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এবং বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সঙ্গীত সংশ্লিষ্ট ব্যক্তিরা যথাযথ ভূমিকা পালন করতে পারছে না।
এ অবস্থা কাটিয়ে উঠতে এবং আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করার স্বার্থে সঙ্গীত জগতের নিবেদিত কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরস্রষ্টা, মিউজিশিয়ান ও এর সাথে জড়িতদের জন্য দ্রুত ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে আমরা গীতিকবি সংঘ, মিউজিক কম্পোজার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ দফতরের সুদৃষ্টি আশা করছি। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement