১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জনতার কাঠগড়ায় ৩ বেহুদা নির্বাচন কমিশনারের বিচার করা হবে : দুলু

-

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একদলীয় সংসদ নির্বাচনের পর আমরা দেখলাম ঢাকা ও চট্টগ্রাম সিটিতে একদলীয় নির্বাচন। তারপর সারা দেশে পৌর নির্বাচনে আরেক দফা একদলীয় নির্বাচন দেখছি। একদলীয় নির্বাচন কত প্রকার এবং কী কী? শুধু বিএনপি নয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের হত্যা, হুমকি ধমকি, অস্ত্রের মুখে মনোনয়ন প্রত্যাহার, প্রচার প্রচারণায় বাধা, মাইক ভাঙচুরসহ পদে পদে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের উৎসব চলছে। অভিযোগ করেও ফল পাচ্ছে না। আর নখদন্তহীন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থায় গ্রহণ করছে না। স্থানীয় প্রশাসন নিরুপায় ভূমিকা পালন করছে। ক্ষমতাসীনদের কাছে জিম্মি হয়ে পড়েছে মানুষের ভোটের অধিকার। ক্ষমতাসীনদের জনপ্রিয়তা এতটাই কমে গেছে যে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিতে তারা ভয় পায়। আমার ভোট আমি দিবো যাকে ইচ্ছা তাকে দেবো এই কথাটি আজ আর নির্বাচন কমিশন প্রচার করে না। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামবে। সে সময় তিন বেহুদা নির্বাচন কমিশনারকে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের জন্য জনতার কাঠগড়ায় বিচার করা হবে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় নাটোর শহরের আলাইপুরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আসন্ন পৌরসভা নির্বাচনী দলীয় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা বিএনপি আয়োজনে মতবিনিময় সভায় শহর বিএনপির সদস্য সচিব ও বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী জিল্লুর রহমান ওরফে বাবুল চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়সাল আলম আবুল প্রমুখ।


আরো সংবাদ



premium cement