২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নবাব সলিমুল্লাহর মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের কর্মসূচি

-

আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল (বর্তমানে বুয়েটে উন্নীত) ও মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবক ও ভূমিদাতা, নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের ১০৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ ঢাকার বেগমবাজারস্থ স্যার সলিমুল্লাহর মাজারে আগামীকাল শনিবার সকাল ১০টায় ফাতেহা পাঠ এবং কবরস্থানে আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি মো: কুদরতউল্লাহ, মো: নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, কাজী এ এ কাফী, মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: ওসমান গনি, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, ছাত্রনেতা নূরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আতিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement