২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কারচালক নিহত

চিকিৎসক গুরুতর আহত
-

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক প্রাইভেটকার চালক নিহত এবং আরোহী এক চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ সোহেল (৩৫)। তিনি ডা: মিজানুর রহমানের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। ডা: মিজানুর রহমান দৈনিক নয়া দিগন্তের সহকারী বার্তা সম্পাদক মুহাম্মদ খায়রুল বাশারের ভাগিনা।
সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবুল হাসান জানান, ‘বিশ্ববিদ্যালয় গেটের সামনে ডালাস পেট্রল পাম্পে প্রবেশ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলের ভাউচার প্রাইভেটকারটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় চালক সোহেল (৩৫) ও গাড়িতে থাকা ডা: মিজানুর রহমান (৪০) গুরুতর আহতাবস্থায় গাড়িতে আটকা পড়েন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো: আলাউদ্দিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাইভেটকার চালক সোহেল মৃত্যুবরণ করেন।
আহত ডা: মিজানুর রহমান কুমিল্লার একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক বলে পুলিশ জানিয়েছে। তিনি নোয়াখালীতে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন। সকালে চট্টগ্রামের বাসা থেকে নোয়াখালী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী মো: জাহাঙ্গীর আলমসহ কয়েকজন বলেন, আইআইইউসি বিশ্ববিদ্যালয়, ডালাস পেট্রল পাম্প ও কেডিএস লজিস্টিক ডিপোর কারণে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এখানে পেট্রল পাম্প ও কেডিএস লজিস্টিকস গাড়ি ঢোকার সময় কোনো সিগন্যাল থাকে না। নেই কোনো ট্রাফিক ব্যবস্থা। সব সময় কেডিএসের লরি ও কাভার্ডভ্যান চালকরা বেপরোয়া গতিতে প্রবেশ করে এবং বের হয়। যেখানে কেডিএসের নিজস্ব কোনো ট্রাফিক ব্যবস্থাও নেই। যার কারণে সবসময় সড়ক দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন প্রধান তারেকুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করি। ’


আরো সংবাদ



premium cement