২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নজিবর রহমান সাহিত্য-রতেœর জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা

-

বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য-রতেœর ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা আহ্বান করা যাচ্ছে। রচনার বিষয় : (১) অমর কথাশিল্পী মোহাম্মদ নজিবর রহমান : জীবন ও সাহিত্য (বড়দের জন্য) এবং (২) নজিবর রহমানের ‘আনোয়ারা’ উপন্যাসের জনপ্রিয়তার মূল কারণ কি (কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য)।
প্রতিযোগিতার নিয়মাবলিতে বলা হয়েছে। ১। অনূর্ধ্ব ২০০০ শব্দের মধ্যে লিখতে হবে। ২। কাগজের এক পৃষ্ঠায় সুন্দর ও স্পষ্টাক্ষরে লিখে অথবা কম্পিউটারে কম্পোজ করে পাঠাতে হবে। ৩। রচনা ৩১ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় লেখা পাঠাতে হবে। ৪। প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হবে। ৫। চতুর্থ থেকে দশম স্থান অধিকারীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে। ৬। রচনা পাঠানোর ঠিকানা: (১) ঊসধরষ- ধফাঃড়হরপ@মসধরষ.পড়স ও (২) ২২/১, তোপখানা রোড (বাশিকপ), রুম নং ৫০৩ সেগুনবাগিচা, ঢাকা-১০০০। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement