২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে উদ্ধার হওয়া তক্ষক বনে অবমুক্ত

-

রাজধানীর কেরানীগঞ্জের বাসিন্দা হাজী মনিরুল হক (৬০) দু’টি বিরল প্রজাতির তক্ষক নিয়ে পার্বত্য জেলা বান্দরবান থেকে ঢাকা যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে ধরা পড়লেন।
গতকাল ভোর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফূলী থানাধীন মৈজ্যারটেক এলাকায় পুলিশের নিয়মিত যানবাহন তল্লাশিকালে মনিরুলকে আটক করা হয়। এ সময় সাভারের আরেক বাসিন্দা দেলোয়ার হোসেন (৫০) নামে আরেকজনকেও নেয়া হয় থানায়। কর্ণফূলী থানার পুলিশ পরিদর্শক দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
পরে গতকাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট শাহিদা সুলতানার ভ্রাম্যমাণ আদালত আটক দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং উদ্ধার হওয়া তক্ষক দু’টিকে বনে নিরাপদে অবমুক্ত করার জন্য পটিয়া ফরেস্ট রেইঞ্জার মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন। এ দিকে রাতেই তক্ষক দুটো বনে অবমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন ফরেস্ট রেইঞ্জার মিজানুর রহমান।
কর্ণফূলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা গতকাল সন্ধ্যায় নয়া দিগন্তকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement