২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

করোনা শনাক্ত ১১০০-এর নিচে

-

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৯৪ জন। এর আগে এর চেয়ে কম শনাক্ত হয়েছিলেন গত ২ আগস্ট। সে দিন শনাক্ত হয়েছিলেন ৮৮৬ জন। ঈদের পরদিন হওয়ায় সে দিন অবশ্য নমুনা পরীক্ষাও কম হয়েছিল। এরপর ২৪ ঘণ্টায় এত কম আর শনাক্ত হয়নি। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট মারা গেলেন পাঁচ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৯৪ জন। নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৭ হাজার ৫০৭ জনে। একই সময়ে সুস্থ হয়েছেন এক হাজার ৪৯৮ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ১৩ হাজার ৫৬৩ জন।
মারা যাওয়া ১৯ জনের মধ্যে পুরুষ ১৭ জন আর নারী দু’জন। করোনায় এখন পর্যন্ত চার হাজার ৪৫২ জন পুরুষ এবং এক হাজার ৩২৮ জন নারী মারা গেছেন। শতকরা হিসাবে পুরুষ ৭৭ দশমিক শূন্য দুই শতাংশ, আর নারী ২২ দশমিক ৯৮ শতাংশ।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে চারজন, ৫১-৬০ বছরের মধ্যে তিনজন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, খুলনা বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন দু’জন মারা গেছেন।
রাজশাহী বিভাগে ৫৩ জন শনাক্ত : রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার তারা শনাক্ত হন। গতকাল শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: গোপেন্দ্রনাথ আচার্য্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার শনাক্ত হওয়া ৫৩ জনের মধ্যে ৪৫ জন বগুড়ার ও চারজন রাজশাহীর বাসিন্দা। বাকিরা নওগাঁ, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বাসিন্দা। শুক্রবার বিভাগে ১১৬ জন করোনা রোগী সুস্থও হয়েছেন। এর মধ্যে ৫৬ জনের বাড়ি বগুড়ায়। আর রাজশাহীর ৯ জন, সিরাজগঞ্জের ৪৯ জন ও পাবনার দু’জন সুস্থ হয়েছেন। বিভাগে এখন করোনায় মৃতের সংখ্যা মোট ৩১৯ জন। এ ছাড়া বিভাগে এখন আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২০ হাজার ৭৫৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৫৪ জন। বর্তমানে বিভাগের আটটি জেলায় হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৪৮৭ জন।
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮১ : চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৮১ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৬৪০ জন। গত শুক্রবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪ জন, বিআইটিআইডিতে তিনজন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ২২ জন, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঁচজন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে আটজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০ জনের পজিটিভ শনাক্ত হয়। এ ছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের নমুনায় কোভিড-১৯ শনাক্ত হয়।


আরো সংবাদ



premium cement