২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

খাগড়াছড়িতে নবীন সেনা সদস্যদের শপথ গ্রহণ

-

সেনাবাহিনীতে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান, দেশ ও জাতির প্রয়োজনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন, চট্টগ্রাম ২০৪ পদাতিক ডিভিশনের কমান্ডার জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান। তিনি গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালার মাইনি ফরমেশন অ্যাডহক রিক্রুটিং ট্রেনিংসেন্টারের প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রশিক্ষিত নবীন সৈনিকদের প্রতি তিনি বলেন, দেশ ও জাতির প্রয়োজনে কঠিন প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সেনাবাহিনীতে নিজেদের আলোকিত হওয়ার সুযোগ রয়েছে। আদর্শ ও নির্ভীক সৈনিক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আত্মবিশ্বাস নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষ সেনাসদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নবীন সদস্যদের শপথবাক্য পাঠ করান ফরমেশন অ্যাডহক ফরমেশন রিক্রুটিং ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে. কর্নেল মো: মেহেদী হাসান চৌধুরী। করোনাকালে বিশেষ সর্তকর্তায় ৯ মাসের প্রশিক্ষণ শেষে ৯৫৯ জন নবীন সদস্য সৈনিক হিসেবে পদাতিক ডিভিশনে যোগ দেন। ৯ মাসের প্রশিক্ষণে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে পুরস্কার লাভ করেন সৈনিক তরিকুল ইসলাম।

 


আরো সংবাদ



premium cement