২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী পালিত

-

ফররুখ গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে কবি ফররুখ আহমদের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা গত সোমবার অনুষ্ঠিত হয়। গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুহম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন ড. মিরাতুন নাহার, লেখক ও প্রকাশক এবং ফাউন্ডেশনের সহসভাপতি আবুল কাসেম হায়দার, প্রাবন্ধিক মোহাম্মদ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ করেন বাচিক শিল্পী কবি শাহানারা, সাংবাদিক আতিক হেলাল ও কবি জেসমিন দিপা।
অনুষ্ঠানে ফররুখ গবেষণা ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০১৯ সালের জন্য সাবেক জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসানকে [মরণোত্তর] ফররুখ গবেষণা ফাউন্ডেশন পুরস্কার এবং কবি ও সাংবাদিক মহিউদ্দিন আকবরকে ২০২০ সালের ফররুখ গবেষণা ফাউন্ডেশন পুরস্কারে ভূষিত করা হয়। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement