২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শোক সংবাদ

-

মঞ্জুর হাসান তালুকদার

টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মঞ্জুর হাসান তালুকদার (৫২) গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। টাঙ্গাইল শহরের হাউজিং এলাকায় পরিবার নিয়ে তিনি বসবাস করতেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বাদ এশা হাউজিং মাঠে প্রথম নামাজে জানাজা শেষে তার লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কালিহাতীর রামপুরে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। টাঙ্গাইল সংবাদদাতা।

আবু বক্কর ছিদ্দিক
পঞ্চগড় সদর থানার সাবেক কাজী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট আলেমে দ্বীন হাজী মাও: মো: আবু বক্কর ছিদ্দিক (৮১) গতকাল বুধবার সকাল ১০টায় কামাত পাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। হাজী মাওলানা মো: আবু বক্কর ছিদ্দিক পঞ্চগড় চিনিকল উচ্চবিদ্যালয়ের সহকারী (ধর্মীয়) শিক্ষক ও চিনিকল জামে মসজিদের খতিব ছিলেন। ইতঃপূর্বে পঞ্চগড় সদর উপজেলার নিকাহ রেজিস্ট্রার ও পঞ্চগড় নুরুন আলা নূর কামিল মাদ্রাসার নির্বাহী কমিটির সদস্য ছিলেন। বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মসজিদপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কেন্দ্রীয় কবর স্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছেলে মাও: মো: জাহিদুল ইসলাম। পঞ্চগড় সংবাদদাতা।


আরো সংবাদ



premium cement