২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
বগুড়ায় বিএনপির সমাবেশে নেতৃবৃন্দ

ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথে নামতে হবে

-

বগুড়ায় বিএনপির সমাবেশ থেকে সম্প্রতি সারা দেশে অনুষ্ঠিত সব উপনির্বাচনের ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন এবং সারা দেশে খুন গুম, ধর্ষণ বন্ধের দাবি জানানো হয়েছে। সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, গত জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণের পর আর তারা ভোট কেন্দ্রে যান না। এখন সরকারি দলও তাদের দোসররা জনগণের ভোট নিয়ে নির্বাচনের নামে তামাশা করছেন। এভাবে দেশ চলতে পারে না। তাই জনগণের ভোটাধিকার আবার প্রতিষ্ঠা করতে রাজপথে নামতে হবে। সেই সাথে আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে দলের প্রতিটি প্রার্থীকে জয়ী করতে সব ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বগুড়া শহরের নবাববাড়ি রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে শহর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া শহর বিএনপির আহ্বায়ক মাহবুবর রহমান বকুলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল প্রমুখ। এর আগে শহর শাখার ২১টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।


আরো সংবাদ



premium cement