২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বেফাক বোর্ডে কওমি শিক্ষক সমিতির স্মারকলিপি ও মানববন্ধন

-

রাজধানীর যাত্রাবাড়ীতে বেফাক অফিসের সামনে গতকাল বৃহস্পতিবার বাদ জোহর বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব হাফেজ মাওলানা আতাউর রহমান আতিকী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জামিয়া রহমানিয়া চিটাগাংরোড মাদরাসার মহাপরিচালক ড. মুফতি মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ উজানভী। বক্তব্য রাখেন মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, মুফতি শফিকুল ইসলাম কাশিয়ানী, মুহতামিম হজরত সুমাইয়া রামহিলা মাদরাসা, মাওলানা কবির আহমদ প্রমুখ। মানববন্ধন শেষে নিম্নোক্ত ৫ দফা দাবি জানিয়ে বেফাকের বর্তমান মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরীর কাছে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। 

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, বেফাক একটি স্বতন্ত্র এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান। বেফাকের স্বাতন্ত্র্য রক্ষা করে গঠনতান্ত্রিকভাবে বেফাককে পরিচালিত করা প্রয়োজন। আমরা আশা করি আগামী ৩ অক্টোবর বেফাকের যে মজলিসে আমেলার বৈঠক হবে সেখানে আমাদের দাবিগুলো পর্যালোচনা করে বাস্তবায়ন করবেন। বেফাককে যদি গঠনতান্ত্রিকভাবে পরিচালিত না করা হয় তাহলে শিক্ষক সমিতি বেফাকভুক্ত মাদরাসার শিক্ষকদের নিয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement