১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূতদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আজ

-

প্রবাসী বাংলাদেশীদের সমস্যা নিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ১০টি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।
আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে করোনা মহামারীর কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত এবং বাংলাদেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের নানাবিধ সমস্যা ও তা নিরসনের উপায় নিয়ে আলোচনা হবে।
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রবাসী বাংলাদেশীদের অবস্থা নিয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে পররাষ্ট্রমন্ত্রীকে নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর কারণে প্রায় ছয় মাস বিমান যোগাযোগ বন্ধ থাকায় প্রবাসে কর্মরত বাংলাদেশীরা সঙ্কটে রয়েছেন। এ ছাড়া ভিসা ও ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং প্রয়োজনীয় ফ্লাইটের অভাবে বাংলাদেশেও অনেক প্রবাসী আটকা পড়েছেন। বিশেষ করে সৌদি আরবে কর্মরত আটকে পড়া প্রবাসীরা গত বেশ কিছুদিন ধরে তাদের সমস্যা নিরসনের জন্য সরকারের হস্তক্ষেপ চেয়ে ঢাকায় বিক্ষোভ করছেন।

 


আরো সংবাদ



premium cement