২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মালয়েশিয়ায় সাবাহ রাজ্যে জয়ের পথে পারিকাতান জোট

-

মালয়েশিয়ার সাবাহ রাজ্যে গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারি ফলে প্রধানমন্ত্রী মুহিউদ্দীনের নেতৃত্বাধীন পারিকাতান ন্যাশনাল জোট ৩৬টি আসন পেয়ে এগিয়ে আছে। রাজ্যে ক্ষমতায় থাকা ওয়ারিসান প্লাস পেয়েছে ২৯টি আসন। স্বতন্ত্র ও একটি ক্ষুদ্র দল পেয়েছে চারটি আসন। এ দিকে সরকারিভাবে ৫১টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ওয়ারিসান প্লাস ২৫টি, পারিকাতান ন্যাশনাল জোট ২৪টি এবং অন্যরা দুই আসনে জয়ী হয়েছে। ৭৩টি আসনের এ রাজ্য সংসদে জয়ী হতে হলে কোনো দল বা জোটকে কমপক্ষে ৩৭টি আসনে জয়লাভ করতে হবে। মালয়েশিয়াকিনি।
দল হিসেবে এ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে ওয়ারিশান সাবাহ পার্টি (২১)। এর পর উমনো ১৪টি, বারসাতু ১০টি এবং ডিএপি, স্টার ও পিবিএস ৬টি করে আসন পেয়েছে।
সাবাহ নির্বাচনের ফলাফলে মালয়েশিয়ার রাজনীতি প্রভাবিত হতে পারে বলে ধারণা করা হয়।

 


আরো সংবাদ



premium cement