২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে গার্মেন্ট শিল্পের ৮০ কর্মকর্তার প্রশিক্ষণ সম্পন্ন

-

বিজিএমইএ-এসইআইপি (স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম) প্রকল্পের আওতায় চট্টগ্রামের ৫৫টি তৈরী পোশাক প্রতিষ্ঠানের ৮০ জন প্রশিক্ষণপ্রাপ্ত মিড লেবেল কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ের মাহাবুব আলী হলে চট্টগ্রামের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক মো: আলআমীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।
সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএর পরিচালক ও এনজিওস অ্যান্ড এসইআইপি অ্যাফেয়ার্স বিষয়ক স্থায়ী কমিটি পরিচালক ইনচার্জ এনামুল আজিজ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন ও মিরাজ-ই-মোস্তফা কায়ছার, বিজিএমইএর প্রাক্তন পরিচালক ও ক্লিফটন গ্রুপের সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরী এবং প্রাক্তন পরিচালক সাইফ উল্ল্যাহ মনসুর। এ ছাড়াও এনজিওস অ্যান্ড এসইআইপি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী, কো-চেয়ারম্যানবৃন্দ, সদস্যবৃন্দ, বিজিএমইএর সদস্যবৃন্দ ও বিভিন্ন গার্মেন্ট প্রতিষ্ঠানের মিড লেবেল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন- জে এম এস গ্রুপের এক্সিকিউটি অফিসার সায়েরা খাতুন ও এশিয়ান গ্রুপের এক্সিকিউটিভ অফিসার সৈয়দ জিয়াউল ইসলাম।

 


আরো সংবাদ



premium cement