১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

‘সরকারি প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

-

গত ১৯ সেপ্টেম্বর নয়া দিগন্তে প্রকাশিত ‘সরকারি প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণা’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানানো হয়েছে। আর এম সি বিল্ডিং কেয়ার টেকনোলজি লি: এই প্রতিবাদ জানিয়েছে।
প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, ‘আরএমসি বিল্ডিং কেয়ার টেকনোলজি লি:’ একটি বিধিবদ্ধ কনস্ট্রাকশন কেমিক্যাল প্রস্তুকারক ও বাজারজাতকারী কোম্পানি, যা রেজিস্ট্র্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস হতে রেজিস্ট্র্রিকৃত এবং আইএসও সনদ বুয়েট কেমিক্যাল ও সিভিল টেস্টিং সনদ, বিসিএসআইআর টেস্টিং সনদ প্রাপ্ত হয়ে এবং ফায়ার সার্ভিসের অনুমোদিত প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, উক্ত কোম্পানি গতানুগতিক ধারায় সরল বিশ্বাসে তাদের প্রাপ্ত সনদ অনুযায়ী বিভিন্ন লোগো ব্যবহার করে আসছে। বাংলাদেশে যতগুলো কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি আছে তারাও বহু বছর পূর্ব হতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে আসছে। শুধু একটি ঠিকাদারি লাইসেন্স দিয়েই বিভিন্ন সরকারি লোগো ব্যবহার করে ব্যবসার প্রসার ঘটানোর বিষয়টি সঠিক নয় বলে উল্লেখ করা হয়। ঠিকাদারি লাইসেন্স কোম্পানির আলাদা একটি ব্যবসায়িক লাইসেন্স যা গণপূর্ত অধিদফতর, শিক্ষা প্রকৌশল অধিদফতর ও এলজিইডির তালিকাভুক্ত আছে। যেহেতু উক্ত ঠিকাদারি ব্যবসা একই কোম্পানির মালিকানাধীন ব্যবসায় সেহেতু একই বুকলেটে ওই ব্যবসার ও বিজ্ঞাপন দেয়া হয়েছে। আরএমসি বিল্ডিং কেয়ার টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে সব ব্যবসায়ী, কর্মকর্তারা এবং ক্রেতা সাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement