১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অধ্যাপক মোর্শেদকে অব্যাহতি প্রদান প্রতিহিংসামূলক : ড্যাব

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে অব্যাহতির তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল দাবি করছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক ডা: মো: আবদুস সালাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে প্রতিহিংসাবশত বিধিবহির্ভূতভাবে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
তারা অধ্যাপক মোর্শেদের চাকরি থেকে অব্যাহতির তীব্র সমালোচনা করে বলেন, অবৈধ ভোটারবিহীন স্বৈরাচারী সরকার পেশাজীবীদের বাকরুদ্ধ করার এক নীলনকশার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে এই কর্মকাণ্ড করেছে।
ড. মোর্শেদকে একটি পত্রিকায় নিবন্ধ লেখার অজুহাতে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। অথচ এর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এমতাবস্থায় স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, অধ্যাপক মোর্শেদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
ড্যাব নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক ড. মোর্শেদকে যে প্রক্রিয়ায় চাকরি হতে অব্যাহতি দেয়া হয়েছে তা বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর পরিপন্থী। আমরা ড. মোর্শেদের অবৈধ অব্যাহতির আদেশ প্রত্যাহার এবং তাকে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল