২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি হতাহত পরিবারের

মসজিদে বিস্ফোরণ : ২ দিনের মাথায় জামিন পেলেন তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী

-

গ্রেফতারের দুই দিনের মাথায় নারায়ণগঞ্জের ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত তিতাসের আট কর্মকর্তা-কর্মচারী জামিন পেয়েছেন। গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত তাদের জামিন মঞ্জুর করে। এ সময় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ। তিনি জানান, তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীকে ৫০০ টাকা বন্ডে স্থায়ী জামিন পেয়েছেন। এর আগে, গত শনিবার দুপুরে ওই আট কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ সিআইডি।
জামিনপ্রাপ্ত তিতাসের আট কর্মকর্তা-কর্মচারী হলেনÑ তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪২), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী (৩৪), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার (৩২), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের কর্মী মো: ইসমাঈল প্রধান (৪৯), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সাহায্যকারী মো: হানিফ মিয়া (৪৮), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সিনিয়র উন্নয়নকারী মো: আইয়ুব আলী (৫৮), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সিনিয়র সুপারভাইজার মো: মনিবুর রহমান চৌধুরী (৫৬)।
প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি : এ দিকে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৬ দাবি তুলে ধরে স্মারকলিপি দিয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দিয়েছেন।
দাবিগুলো হলো : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপার্জনক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এককালীন অর্থ সহায়তা প্রদান, স্বামীহারা নারীদের বিধবা ভাতার আওতাভুক্ত, ক্ষতিগ্রস্ত মসজিদ পুনসংস্কার করে দ্রুত নামাজের ব্যবস্থা, মসজিদ সংলগ্ন রাস্তা মেরামত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা।
স্মারকলিপি প্রদানকালে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের লোকজন এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় তারা হতাহত ৪০টি পরিবারের একটি তালিকা জেলা প্রশাসকের কাছে জমা দেন।

 


আরো সংবাদ



premium cement
মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান

সকল